সালথায় ৭০ গ্রামপুলিশ সদস্য পেলেন সাইকেল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৪:০৪

মহামারী করোনার এই সময়ে কাজের গতি বৃদ্ধি করতে ফরিদপুরের সালথায় কর্মরত গ্রামপুলিশ সদস্যের মাঝে সাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাদের এসব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামপুলিশ সদস্যদের হাতে সাইকেল তুলে দেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর।

এসময় ইউএনও জানান, গ্রামপুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে সাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

বিতরণকালে আরও ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :