১০০০ পরিবারকে আব্রুয়ান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৪:১৯

রমজান সাদাকা প্রোগ্রাম ২০২১-এর অংশ হিসেবে দেশের ৯টি জেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে আবরুয়ান ফাউন্ডেশন। ঠাঁকুরগাও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী উপজেলা, নাটোর, পাবনা, নেত্রকোনা ও ঢাকার ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর এই কর্মসূচি পালন করে থাকে। এবার ইফতার সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চিনি ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ১ কেজি, ছোলা ১ কেজি এবং চিড়া ১ কেজি।

ঢাকা আব্রুয়ান ফাউন্ডেশন প্রতিবছর রমজান সামগ্রী, শীতকালে শীতবস্ত্র, বন্যায় দুর্গতের পাশে দাঁড়ানোসহ যেকোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

করোনা ভাইরাসের চলমান ক্রান্তিকালে আব্রুয়ান ফাউন্ডেশন বিভিন্ন হাসপাতাল, স্বেচ্ছাসেবক টিম এবং মসজিদে পিপিই ও মাস্ক বিনামূল্যে বিতরণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :