বাঁশখালীতে শ্রমিক ‘হত্যার’ প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৪:৫০ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৪:৪৫

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীণ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদেরকে গুলি করে ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখা। রবিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শনিবার চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীণ কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে নিহত হয় ৫ শ্রমিক। এর প্রতিবাদেই মানববন্ধন করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন।

মানববন্ধনে অংশ নেন নবগঠিত সমাজতান্ত্রিক দল সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য দলিলের রহমান দুলাল, ফখরুল ইসলাম ও কাজী জহির উদ্দিনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা শ্রমিক ‘হত্যার’ বিচার দাবি করে বলেন, যেসব শ্রমিকের ঘামে মালিকপক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন, সে শ্রমিকরা বেতন-ভাতাও চাইতে গেলে পুলিশ গুলি করে শ্রমিকদের হত্যা করছে। আবার উল্টো শ্রমিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানিও করছে।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :