করোনা চিকিৎসায় বড় হাসপাতালে যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৭:৫০ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৫:২০

গতবছর করোনার সংক্রমণ বাড়ার পর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্মিত বহুতল মার্কেটটি করা হয়েছিল আইসোলেশন সেন্টার। পরে রোগীর চাপ কমায় সেখানে শুরু হয় বিদেশগামী মানুষের করোনার পরীক্ষা। কিন্তু এবছর করোনা ভয়াবহ আকার ধারণ করলে সেটিকে করোনা চিকিৎসার বড় হাসপাতাল তৈরীর উদ্যোগ নেয়া হয়। একহাজার শয্যার পুরো হাসপাতালে চলবে করোনা রোগীদের চিকিৎসা।

রবিবার হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা রোগীদের জন্য সব চেয়ে বেশি জরুরি আইসিইউ ব্যবস্থাসহ যেসব সুযোগ সুবিধা থাকছে এখানে।

কিভাবে হাসপাতলটি পরিচালিত হবে তাও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে কোভিড রোগীদের বিশেষায়িত চিকিৎসা প্রদানের জন্য এটি চালু করা হলো। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে থেকে পরিচালিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই হাসপাতালটির জনবল, যন্ত্রপাতি ও ঔষধপত্রসহ দৈনন্দিন নির্বাহের সামগ্রীক ব্যয়ভার বহন করবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ রোগীর সেবা কার্যক্রমে নিয়োজিত থাকবেন। হাসপাতালের পরিচালক হিসেবে থাকছেন ঢাকা মেডিকেলের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিএনসিসির করোনা হাসপাতলে ২১২টি আইসিইউ যুক্ত হয়েছে। সবমিলিয়ে রাজধানীতে যত সংখ্যক আইসিইউ, তার সমপরিমাণ আইসিইউ এই হাসপাতালে তৈরি হয়ে গেছে।

২১২ শয্যার অত্যাধুনিক কোভিড আইসিইউ বেডের বাইরে ২৫০ কোভিড বেড (HDU, Central Oxygen ও High Flow Nasal Canulla ) ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা থাকছে। এখানে ৫০ শয্যার জরুরি বিভাগ ও ০৬ শয্যা ট্রায়াজ বেড রয়েছে।

তাছাড়া ৫৩৮ কোভিড আইসোলেটেড কক্ষ থাকবে যেখানেও সিলিন্ডার অক্সিজেন ও অক্সিজেন কনসেনট্রেটর থাকবে। হাসপাতালটিতে সর্বমোট ১০০০ শয্যার কোভিড রোগীর জরুরি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটিতে আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া ৫০০ কেভিএ জেনারেটর ও ১০০০ কেভিএ হাই ভোল্টেজ।

এছাড়া বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে। অগ্নি নির্বাপনের জন্য ৯০০০০ লিটার ওয়াটার রিজার্ভার থাকছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/বিইউ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

কেমন হবে নির্বাচনি ক্যাম্প জানাল ইসি

নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

এই বিভাগের সব খবর

শিরোনাম :