ভৈরবে ব্যবসায়ী ফারুক হত্যায় তিনজন গ্রেপ্তার

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১৫:৩৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী ফারুক খান হত্যায় জড়িত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে বঙ্গবন্ধু সরণীর চান ভান্ডার সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী ফারুক খানের ভাইয়ের করা মামলায় উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের রায়হান, নরসিংদীর রায়পুরা থানার নারায়ণপুর বকুল নগর গ্রামের রাসেল মিয়া ও পঞ্চবটি এলাকার রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, গ্রেপ্তার তিনজনকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

গত ১৬ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ফারুক ফুফাতো ভাই আরিফকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের টোল প্লাজা সংলগ্ন স্থানে ৪-৫ জনের ছিনতাইকারী দল তাদের মোবাইল ছিনিয়ে নেয়। ফারুক বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে নিতে নিতেই মারা যান তিনি।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/পিএল)