ইলিয়াসকে নিয়ে সরল-সহজ বক্তব্যের বিকৃত প্রচার হয়েছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৯:৫৭ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৬:০০

দলের নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে নিয়ে দেওয়া বক্তব্য কিছু কিছু গণমাধ্যম বিকৃত করে নিজেদের পছন্দমতো প্রকাশ করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বক্তব্য দিলেও দ্রুত তা সব গণমাধ্যমে প্রচার হওয়াকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, `আমার সহজ-সরল মনের বক্তব্যের সামনের অংশ, পেছনের অংশ নিয়ে মনের মাধুরি মিশিয়ে কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করেছে। আমি যা বলেছি দলের ভালোর জন্য বলেছি। কিন্তু আমি বুঝি না সরকার এবং কিছু কিছু সাংবাদিক কেন আমাকে টার্গেট করেছে বুঝতে পারছি না।’ রবিবার দুপুরে তিনি শাহজাহানপুরের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন৷

শনিবার ইলিয়াস আলী নিখোঁজের পেছনে বিএনপির দলীয় লোকজন জড়িত আছে-এমন বক্তব্য দিলেও সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ইলিয়াস আলী আমাদের মাঝে ছিলেন এবং তিনি ফিরে আসবেন। কিন্তু লম্বা বক্তব্যের মাঝখান দিয়ে কেটে ছিড়ে, কাট পিস করে যার যেভাবে লেগেছে সেভাবে উপস্থাপন করেছে কিছু সাংবাদিক। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এবং আমার দল কোনো দায়ভার নেবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘নয় বছর ধরে কোনো খোঁজ নেই অথচ কালকের বক্তব্যের পরপরই সাংবাদিকদের কেউ কেউ খুব ব্যস্ত হয়ে পড়েছেন ইলিয়াস আলীকে নিয়ে। সকালে ইলিয়াস আলীর বাসায় গিয়ে একদল সাংবাদিক একরকম চার্জ করেছে তাদের। আমি সবাইকে বলছি না। কেউ কেউ এটা করছেন। আপনাদের বলবো দয়া করে সত্য প্রচার করুন।’

আত্মপক্ষ সমর্থন করে এসময় আব্বাস বলেন, আ‘মি এমন কোনো বক্তব্য দেইনি যেজন্য দল, নেতাকর্মী এবং জাতির কাছে বিব্রত হতে হবে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :