আফগানিস্তানে একই পরিবারের আটজনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৯ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ১৬:০৫

আফগানিস্তানে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পূর্ব নানগরহার প্রদেশের জালালাবাদ শহরের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

নানগরহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমরখিল জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। যাদের হত্যা করা হয়েছে তার মধ্যে একই পরিবারের পাঁচ ভাই এবং তাদের তিনজন চাচাতো ভাই রয়েছেন।

গভর্নর আমরখিল বলেন, রমজানের তারাবি নামাজ পড়ার সময় ওই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে জমি নিয়ে বিরোধ খুবই সাধারণ ঘটনা। তথাকথিত রক্ত সংক্রান্ত দ্বন্দ্বের সহিংসতা চক্র দেশটিতে কয়েক দশক ধরে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বয়ে চলেছে।

গত এপ্রিলে এই নানগরহার প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছয়জন উপজাতীয় সদস্যকে হত্যা করা হয়। এই সংঘর্ষ বেশ কয়েক দিন ধরে চলেছিল।

নানগরহারে তালেবান এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএল এর সক্রিয় উপস্থিতি রয়েছে। আফগানিস্তানে কৃষি কাজের জন্য নানগরহারের জমি অত্যান্ত সমৃদ্ধ।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :