‘মামুনুল হককে গ্রেপ্তারে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে সরকার’

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১৭:৪৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ২১:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্য দিয়ে সরকার তার পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

রবিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতি দাবি করা হয়, মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'তাকে গ্রেপ্তার করে সরকার নিজের বীভৎস চেহারা জাতির সামনে স্পষ্ট করেছে। আমরা সরকারের এহেন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

নেতারা বলেন, 'বর্তমান সরকার তার স্বৈরাচারী আচরণের মাধ্যমে দেশ পরিচালনা করছে। এই সরকার স্বৈরাচার এরশাদকেও ছাড়িয়ে গেছে।’ বিবৃতিতে তারা মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কারই/জেবি)