পাঁচ কারণে করোনাকালে বাড়ছে মানসিক সমস্যা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ২০:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সংক্রমণের ভয়, বেকারত্বসহ পাঁচ কারণে করোনাকালে দেশে মানুষের মধ্যে বাড়ছে মানসিক সমস্যা বেড়েছে। যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। দেশে পরিচালিত কয়েকটি জরিপের কথা উদ্বৃত করে আইইডিসিআর বলছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪৬ শতাংশের মধ্যে বিষন্নতা আর ৩৩ শতাংশের এংজাইটি বা দুশ্চিন্তার লক্ষণ পাওয়া গেছে। তাই এই সময়ে নিয়ম শৃঙ্খলা মেনে জীবন পরিচালনাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি।

করোনায় আক্রান্ত, মৃত্যুসহ নানা বিষয়ের বিশ্লেষণমূলক রিপোর্ট শনিবার রাতে প্রকাশ করে আইইডিসিআর। সেখানে করোনাকালে মানসিক সমস্যা নিয়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়, বৈশ্বিক মহামারি পরিবর্তন করেছে মানুষের মনজগত। তা আমরা আঁচ করতে পারি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত মানসিক রোগের হার সংক্রান্ত জরিপের ফলাফলে। বাংলাদেশে ২০১৮ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার ছিল ১৮.৭ শতাংশ। এর মধ্যে ডিপ্রেশন বা বিষন্নতা (৬.৭ শতাংশ) আর দুশ্চিন্তার (৪.৭ শতাংশ) সমস্যা ছিল। করোনাকালে দেশে পরিচালিত কয়েকটি গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪৬ শতাংশের মধ্যে বিষন্নতা আর ৩৩ শতাংশের এংজাইটি বা দুশ্চিন্তার লক্ষণ পাওয়া গেছে। অর্থাৎ সাধারণ সময়ের চেয়ে কোভিডকালে মানসিক সমস্যা বাংলাদেশেও বেড়ে যাচ্ছে।

জরিপের তথ্য তুলে ধরে আইইডিসিআর বলছে, গত একবছরে বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ১৪ হাজার, যা পূর্ববর্তী বছরগুলোর চেয়ে বেশি। সুনির্দিষ্টভাবে কোভিড নিয়ে কুসংস্কার, স্টিগমা, কোভিড ভীতিতে প্রায় পাঁচজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। করোনা সংক্রমণের আতঙ্ক, চিকিৎসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, মৃত্যুভয়, অর্থনৈতিক বিপর্যয়, বেকারত্ব; এসব কারণে বাড়ছে মানসিক সংকট।

করোনা চিকিৎসায় নিয়োজিত সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে মানসিকচাপ, বার্ন আউট হচ্ছে, যা করোনা এবং তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/বিইউ/জেবি)