গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ২০:৫২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ২১:৩৭

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

পঞ্চগড়ে স্বামীর সাথে ঝগড়া করে গায়ে আগুন দিয়ে হালিমা খাতুন (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত হালিমা সদর উপজেলার কামাতকাজলদিঘী ছোবারভিটা এলাকার কিতাব আলীর স্ত্রী।

রবিবার সকালে ময়নাতদন্তে মরদেহ মর্গে পাঠায় পুলিশ। তবে এ নিয়ে কোন অভিযোগ বা মামলা হয়নি।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, চার সন্তানের জননী হালিমা খাতুন শনিবার রোজার ইফতারের পর বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লে চিৎকার করে ছোটাছুটি করতে থাকে সে। চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরো অংশ আগুনে ঝলসে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। রবিবার সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

নিহত নারীর বড় ছেলে হায়দার আলী বলেন, আমার মায়ের মানসিক সমস্যা ছিল। কারো সাথে কোন ঝগড়াও হয়নি। তবে কেন আত্মহত্যা করলো আমরাও ভেবে পাচ্ছি না।

সদর থানা পুলিশের এসআই বেলাল হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি স্বামীর সাথে কোন বিষয়ে তার ঝগড়া হয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতারের পর বাড়ির পাশেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে কারও কোন অভিযোগ পাওয়া যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)