মিশরে ট্রেন লাইনচ্যুত, আহত ৯৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:১১ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২১:০৬

মিশরের ক্লেয়ুবিয়াহ প্রদেশে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৯৭ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার পর আহতদের উদ্ধার করতে ৫০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এসব অ্যাম্বুলেন্সে করে আহতদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলেও খবর প্রকাশ করা হয়েছে।

প্রাদেশিক গভর্নরের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেনের অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়। এতে বলা হয়, ট্রেনটি রাজধানী কায়রো থেকে মানসৌরার বদ্বীপ শহর নীলে যাচ্ছিল। কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার কারণ উদঘাটন করতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা সংগঠিত হয়েছে। গত মার্চে মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগের উত্তর অংশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে উত্তর মিনিয়া আল কামহ শহরে একটি ট্রেন লাইনচ্যুত হলে ১৫ জন আহত হয়। দেশটিতে ২০০২ সালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০০ মানুষ নিহত হয়েছিল।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :