৯ হাজার ৪৬ হাজতির কারামুক্তি ৪ কার্যদিবসে

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ২১:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভার্চুয়াল আদালত শুরুর পর চার কার্যদিবসে সারাদেশের বিচারিক আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৯ হাজার ৪৬ জন হাজতি।

রবিবার ভার্চুয়াল শুনানি শেষে ১ হাজার ৮৪২ জন হাজতি জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন বলে জানা গেছে।  পাশাপাশি ৩ হাজার ৩১৩টি জামিন আবেদনের নিষ্পত্তি করেছেন বিচারকরা।  

বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।

তিনি বলেন, ‘ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৪ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিন নিয়ে ৯ হাজার ৪৬ জন হাজতি কারাগার থেকে মুক্ত হয়েছেন।

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। এ সময়ে ভার্চুয়ালি চলছে আদালতের বিচারকার্য।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/এআইএম/ইএস)