ঘাটাইলে নকল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২২:০৫

টাঙ্গাইলের ঘাটাইলে বিটাস ফার্মাসিউটিকালস (আয়ুর্বদিক) নামে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নকল ওষুধ বাজয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘাটাইল উপজেলা সদরের কাছ বীরঘাটাইল নামক জায়গায় জাহাঙ্গীর আলমের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বদিক) রেজিস্ট্রশনবিহীন ওষুধ (ট্যাবলট) উৎপাদন করে আসছে। সেই তথ্য মতে রবিবার বিকাল ৪ টায় অভিযান চালায়। এ সময় ওষুধ আইনে কোম্পানির মালিক জাহাঙ্গীর আলমের কাছ থেকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ওষুধ বাজয়াপ্ত করে তা ধংস করে দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অঞ্জন কুমার সরকার উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :