গুইমারায় চোলাই মদ তৈরির উপকরণসহ আটক ২

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২২:২১

খাগড়াছড়ি জেলার গুইমারা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৮০টি মুলিসহ (মদ তৈরির উপকরণ) দুই মাদক কারবারিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবি চৌধুরী ও এসআই আবুল বশারের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে শনিবার রাতে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়ার চাইন্দামনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গুইমারা হাফছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার ম্রাথোয়াই মারমার ছেলে অংক্য মারমা (৪৪) এবং একই এলাকার আরে মারমার ছেলে মংশে মারমা (৩৫)। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :