এবার বেঙ্গালুরুর কাছে হারল সাকিবের কলকাতা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২২:২৫

আইপিএলের এবারের আসর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচেই হারল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারার পর এবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরাজিত হয়েছে দুবারের চ্যাম্পিয়নরা। হাইস্কোরিং ম্যাচে বিরাট কোহলি বাহিনীর কাছে ৩৮ রানে হেরেছে ইয়ন মরগানরা।

ম্যাচের শুরুতে ব্যাট কতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রানে থেমেছে কলকাতার ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার বোলার বরুন চক্রবর্তির বোলিংয়ে দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলে আরসিবি। বিরাট কোহলি ৫ রানে এবং রজত পাতিদার ১ রানে ফিরে যান। ৯ রানে ২ উইকেট হারানোর পর আরেক ওপেনার দেবদুত পাড্ডিকালকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৮৬ রানের জুটি। ২৮ বলে ২৫ রান করে আউট হন পাড্ডিকাল।

এরপর ম্যাক্সওয়েল আর এবি ডি ভিলিয়ার্স মিলে ঝড় তোলেন। ৫৩ রানের জুটি গড়লেও ৪৯ বলে ৭৮ রান করে বিদায় নেন ম্যাক্সওয়েল। ৯টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার ছিল তার ব্যাটে।

৩৪ বলে তিনি খেলেন অপরাজিত ৭৬ রানের ইনিংস। তিনিও ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন। কাইল জেমিসন অপরাজিত থাকেন ১১ রানে।

রান তাড়ায় নেমে দলীয় ২৩ রানেই প্রথম উইকেট হারায় নাইটরা। নিতিশ রানা (১৮), শুভমান গিল (২১), রাহুল ত্রিপাঠী (২৫) কেউই বড় স্কোর গড়তে পারেননি। এরপর অধিনায়ক মরগান আর সাকিবের ৩১ বলে ৪০ রানের জুটি আশা জাগিয়েছিল। মরগ্যান ২৩ বলে ২৯ রানে ফিরলে জুটির অবসান হয়। সাবেক অধিনায়ক দিনেশ কার্তিক ফিরেন ২ রানে। জেমিসনের বলে বোল্ড হওয়ার আগে সাকিবের সংগ্রহ ২৫ বলে ১ চার ১ ছক্কায় ২৬। এছড়া আন্দ্রে রাসেল ২০ বলে ৩১ রান করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :