চন্দ্রাভিযানের জন্য মহাকাশযান তৈরি করছে এলেন মাস্ক

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ০৮:৫৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চন্দ্রাভিযানের জন্য মহাকাশযান তৈরি করচে এলেন মাস্কের সংস্থা স্পেসএক্স। ২০২৪ সালের শুরুর দিকে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর জন্য মহাকাশযান তৈরির কাজ দেয়া হয়েছে স্পেসএক্স’কে। ২.৯ বিলিয়ন ডলারের এই চুক্তি। চুক্তিটি করেছে নাসা।

এই চুক্তি পেতে এলেন মাস্কের স্পেস এক্স একাই দর হেঁকেছিল, কিন্তু অন্যদিকে অ্যামাজনের মালিক বেজস ব্লু অরিজিনের হয়ে লকহিড মার্চিন কর্প, নর্থরোপ গ্রুমম্যান কর্প এবং ড্রেপারের সঙ্গে একযোগে দর হেঁকেছিল।

এই চুক্তির পরেই নাসার পক্ষ থেকে জানানো হয়, দুই মার্কিন মহাকাশচারীকে নিয়ে চন্দ্রযান চাঁদের পৃষ্ঠে যাবে। নাসার স্টিভ জুরস্কি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ল্যান্ডিং শেষ করা উচিৎ।

তিনি বলেন, যদি আমরা এটা করতে পারি তবে ২০২৪ সালে আমরা চাঁদের পৃষ্ঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। উল্লেখ্য, মহাকাশযান তৈরির জন্য স্পেসএক্স-এর সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই মহাকাশযানে চেপেই পাঁচ দশকে প্রথমবার চন্দ্র পৃষ্ঠে মহাকাশচারীরা অবতরণ করবে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এজেড)