নিটল ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ০৯:৫০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্সুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

ডিএসই সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৮৪ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল তিন টাকা ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্যে (এনএভি) হয়েছিলো ২৫ টাকা ৮৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য আগামী ২০ জুন নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এসআই)