মহাখালীর করোনা হাসপাতালে রোগী ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:০৮ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ১০:৩০
ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার থেকে রোগী ভর্তি শুরু হয়েছে

চিকিৎসা কার্যক্রম শুরু করেছে মহাখালীর ডিএনসিসির করোনা ডেডিকেটেড হাসপাতাল। সোমবার সকাল থেকে হাসপাতালটিতে রোগী ভর্তি চলছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকেও এখানে রোগীরা আসতে শুরু করেছেন।

জানা গেছে, এ হাসপাতালে এখন পর্যন্ত ৫০টি আইসিইউ প্রস্তুত আছে। প্রতিদিন বাড়বে আইসিইউর সংখ্যা। সঙ্গে আছে এইচডিইউ। এখানে তাৎক্ষণিক অক্সিজেন সেবাটা বেশি রাখা হয়েছে। প্রতিটি বেডের সঙ্গেই আছে অক্সিজেন ব্যবস্থা।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে করোনা রোগীর চিকিৎসার জন্য সবচেয়ে বেশি সক্ষমতার হাসপাতাল এটি। সেনাবাহিনী ও নৌবাহিনীর তত্ত্বাবধানে চলছে হাসপাতালটি।

অক্সিজেন সমস্যা বেশি ও আইসিইউ যাদের দরকার তাদেরকে আপাতত আসার অনুরোধ জানিয়েছেন পরিচালক।

সকাল থেকে এ হাসপাতালে একে একে রোগী আসার সঙ্গে সঙ্গে কর্মরত সবার তৎপরতা চোখে পড়ার মতো ছিল।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/বিইউ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :