ড্রোন এখন ইরানের ‘ট্রাম্পকার্ড’

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৮

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন তার দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যেকোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।

ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে রবিবার এক সামরিক কুচকাওয়াজের অবকাশে তিনি একথা বলেন। কুচকাওয়াজে ইরানের সর্বশেষ সামরিক অর্জন বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  ও ড্রোন প্রদর্শন করা হয়। খবর পার্সটুডের

মুসাভি বলেন, 'আজকের কুচকাওয়াজে আপনারা যা দেখলেন তা ইরানের সামরিক শক্তির সামান্য নমুনা মাত্র। কোভিড-১৯ মহামারি মাথায় রেখে স্বল্প পরিসরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।'

তিনি বলেন, 'আজ আপনারা ইরানের ক্রমবর্ধমান ড্রোন শক্তি দেখেছেন। আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের বছরগুলোতে ধারাবাহিকভাবে এই শক্তির উন্নয়ন ঘটানো হয়েছে।'

ইরানের এই জেনারেল বলেন, ''আজ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ড্রোন একটি বড় ধরনের শক্তিমত্তা ও 'ট্রাম্পকার্ড' হিসেবে আবির্ভূত হয়েছে।''

ঢাকাটাইমস/১৯এপ্রিল/একে