ভোলায় পৌঁছেছে তিন আইসিইউ বেড

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ১৫:৩৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২১, ১৬:০৬

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার প্রথম থেকেই জেলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেড স্থাপনের দাবি জানিয়ে আসছে জেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে ভোলার স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০টি আইসিইউ বেডের প্রস্তাব পাঠায়।

প্রস্তাবের আলোকে ভোলায় পাঁচটি আইসিইউ বেডে ও পাঁচটি ভেন্টিলেটর বরাদ্দ দেয়। এর মধ্যে রবিবার কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে তিনটি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে। সোমবার দুপুর ১২টার দিকে দুইটি ট্রাকে করে আইসিইউ ও ভেন্টিলেটরের মালামাল ভোলায় এসে পৌঁছায়।

জেলা প্রসাশক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোলা স্বাস্থ্য বিভাগ এগুলো গ্রহণ করেন।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আশা করি, আমরা দ্রুত এগুলো স্থাপন করে রোগীদের সেবা দিতে পারব। তবে আগ থেকেই আমাদের আরও তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু রয়েছে। আইসিইউ বেডগুলো চালু করা যাবে। তবে দক্ষ টেকনিশিয়ান না থাকায় ভেন্টিলেটরগুলো চালু করতে সময় লাগতে পারে।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/পিএল)