দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত মনমোহন সিং

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ১৯:৫৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২১, ২০:০২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

 দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। গায়ে জ্বর থাকায় সম্প্রতি তার নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। সোমবার পাওয়া রিপোর্টে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়,  সোমবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

গত ৪ মার্চ দিল্লির এমস-এ গিয়েই সস্ত্রীক প্রতিষেধকের প্রথম ডোজ নেন মনমোহন। আর করোনার দ্বিতীয় ডোজ নেন  গত ৩ এপ্রিল।

সাবেক প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে সামাজিক মাধ্যমে মনমোহনের আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘এই মাত্র খবর পেলাম যে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহজি কোভিড পজিটিভ। তার দ্রুত আরোগ্য কামনা করছি।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মনমোহনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। তিনি লেখেন, ‘প্রিয় মনমোহনজি, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আপনার পথপ্রদর্শন এবং পরামর্শ প্রয়োজন দেশের।’

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কেআই)