নির্মাণাধীন ভবনে এডিস লালন চলছেই

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২১, ২১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস মহামারির মধ্যে বাড়তি দুশ্চিতার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এডিস মশা। সিটি করপোরেশনের লাগাতার অভিযানে বিভিন্ন বাড়ি ও স্থাপনায় এডিসের লার্ভা শনাক্ত হয়েছিল। সবচেয়ে বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে নির্মাণাধীন ভবনে। এখনো নগরীর নির্মাণাধীন ভবনে এডিস লালনের চিত্র দেখা যাচ্ছে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত দুটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভার উপস্থিতি শনাক্ত করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর ত্রপা।

ত্রপা জানান, ১৯নং ওয়ার্ডের সিদ্ধেশ্বরী এলাকার ১৮টি স্থাপনায় অভিযান পরিচালনা করেন তিনি। এসময় নির্মাণাধীন দুটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়৷ স্থাপনা মালিকদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের ও নগদ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/কারই/জেবি)