ময়মনসিংহে উপসর্গ-করোনায় ৯ দিনে ৩৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ২২:৩৪

করোনায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। অচেনা এ ভাইরাসে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও প্রতিদিনেই আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের সারি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ৯ দিনে মারা গেছেন ৩৫ জন। এদের মধ্যে করোনায় মৃত্যু বরণ করেছেন ১২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২৩ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মো. মহিউদ্দিন খান বলেন, করোনা ইউনিটে ২১০টি শয্যা থাকলেও রবিবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৫৬ জন। এদের মধ্যে ১১৫ জন করোনা পজিটিভ থাকলেও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান, দ্বিতীয় ধাপে আক্রান্তদের মধ্যে তরুণ ও মধ্যবয়সী বেশি। আক্রান্ত হবার পর রোগীদের অবস্থা দ্রুত খারাপের দিকে চলে যায়। ২১০টি শয্যার বিপরীতে অক্সিজেন ক্যাপাসিটি রয়েছে তাদের। ক্রিটিক্যাল কন্ডিশনের রোগীদের আইসিউতে নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে আইন প্রয়োগের চেয়ে বেশি সচেতনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন অন্তত ১৫টি ভ্রাম্যমাণ আদালতের টিম করছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :