মেসি-রোনালদোদের নির্ভার থাকতে বললেন পেরেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১:১৯ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১১:০১

ফিফার সভাপতি আলেকজান্ডার সেফেরিনের এক বিবৃতিতেই ফুটবলপাড়ায় তোলপাড়। তিনি তার বক্তব্যে বলেন, ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিলে নাকি উয়েফা ও ফিফার অধীনে অনুষ্ঠিত সব টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে দেবেন। তবে সেফেরিনের এই কথাই মোটেও বিচলিত নন সুপার লিগের মূল উদ্যোগটা ফ্লোরেন্টিনো পেরেজ। মেসি-রোনালদোদের নির্ভার থাকতে বলেছেন তিনি।

সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসে রোববার রাতে। ‘বিদ্রোহী’ এই লিগে যোগ দিয়েছে ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব-রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম হটস্পার, ইউভেন্তুস, এসি মিলান ও ইন্টার মিলান।

এরই মধ্যে খবর এসেছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সেমি-ফাইনালে খেলা নাও হতে পারে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চেলসির। শুক্রবারে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

এমন ভয়ংকর কিছুর কথা কল্পনা করেও আঁতকে উঠছেন ফুটবলপ্রেমীরা। বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনগুলো তো নির্ঘাত শঙ্কায় পড়ে গেছে, কাদের নিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব পার হবে, সে চিন্তা করে। তবে সুপার লিগের মূল উদ্যোক্তাদের একজন ফ্লোরেন্তিনো পেরেজ মেসিদের নিশ্চয়তা দিয়েছেন। বলেছেন নির্ভার থাকতে, উয়েফা চাইলেও নাকি জাতীয় দলে খেলা আটকাতে পারবে না।

রিয়াল মাদ্রিদ ও নতুন গঠিত ইউরোপিয়ান সুপার লিগের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ খেলোয়াড়দের আশ্বস্ত করেছেন কাল। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোতে এসে বলেছেন, ‘সব খেলোয়াড় এ ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। কারণ, এটা (নিষেধাজ্ঞা) হবে না। তারা সুপার লিগ খেললে নিষিদ্ধ হবে না।’

কেএ টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য যে মহৎ, তা জানিয়ে পেরেজ বলেছেন, ‘আমরা মর্যাদাপূর্ণ ক্লাবগুলোকে বাঁচানোর জন্য এটি করছি। তাদেরকে বাঁচিয়ে রাখার সব সুযোগ শেষ হওয়ার আগেই এটি করতে চাচ্ছি। আমরা ফুটবলের ভবিষ্যতের জন্য লড়ছি।’

তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্ট সবাইকে বাঁচিয়ে রাখবে। ফুটবল এখন নাজুক অবস্থার মধ্যে রয়েছে। আগামী ২০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে পড়বে। ফুটবল হয়তো হারিয়ে যাবে না, তবে অনেক নিচে নেমে যাবে। যদি খেলার প্রতি তরুণদের আগ্রহ না বাড়ে।’

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :