টেকনাফে করোনায় রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:০০ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১১:৩০

করোনা আক্রান্ত হয়ে সুলতান আহমদ (৬৭) নামে রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরের দিন সোমবার দুপুরে লাশ ক্যাম্পে নেয়া হয়। বাদ আসর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার দাফন সম্পন্ন হয়েছে।

সুলতান টেকনাফের শালবাগান ২৬নং ক‌্যাম্পের বি-৬ ব্লকের (এফসিএন-৪০০৯৩৮) মৃত সিদ্দিকের ছেলে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন) এর অধিনায়ক তারিকুল ইসলাম তারিক সোমবার রাত ১১ টার দিকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, রোহিঙ্গা শরণার্থী সুলতান আহমদ পেটের টিউমারের চিকিৎসার জন্য প্রায় এক মাস পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ক‌রোনা (কো‌ভিড-১৯) ভাইরা‌সে আক্রান্ত হন।

তারিকুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের আইসোলেশনে ছিলেন শরণার্থী সুলতান আহমদ। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মে‌ডি‌কেল অ‌ফিসার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। সোমবার সকালে লাশ ক্যাম্পে নেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে একই দিন আছরের নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :