বিটিভির লোগোটি তৈরি করেন মহিউদ্দিন ফারুক

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১১:৩৯

মুনির হাসান চৌধুরী তারা

একজন মহিউদ্দিন ফারুক। একজন শিল্প নির্দেশক, একজন শিল্পের শিক্ষক, একজন শিল্পের মানুষের চিহ্ন। আপাতমস্তক একজন শিল্পের মানুষ।  আমার প্রিয় মানুষের তালিকার প্রথম দিকে। এক সাথে অসংখ্য কাজ (বিটিভি ও চলচ্চিত্র) করেছি।

আমি উনার একমাত্র পরিচালিত চলচ্চিত্র ‘বিরাজ বৌ’ ছবির নির্মাণের সাথেও জড়িত ছিলাম।  ফারুক ভাইয়ের জন্য কস্ট হচ্ছে,, অনেক স্মৃতি। ১৭ এপ্রিল, ২০২০ মারা গেছেন। বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক  মহিউদ্দিন ফারক। মিরপুরে দাফন। 

ফারক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। ১৯৪১ সালের ৩ মার্চ মুন্সিগঞ্জের গজারিয়া থানার আড়ালিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা আর্টস কলেজে পড়েছেন। ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছাত্র। ১৯৬৬ সালে 'পুনম কি রাত' ছবিতে প্রথম শিল্প নির্দেশনা দেন।

বাংলাদেশ টেলিভিশনে শিল্প নির্দেশক হিসেবে কর্মরত থাকাকালীন সময়েই তিনি অনেক ছবির শিল্প নির্দেশনা দিয়েছেন। 'পালংক', 'বসুন্ধরা', 'পিতা মাতা সন্তান', 'সূর্য দীঘল বাড়ি', 'বাংলার বধু', 'মনের মানুষ' তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলোর অন্যতম।

শিল্প নির্দেশক হিসেবে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ টেলিভিশন লোগোটি তৈরি করেন মহিউদ্দিন ফারুক। পরিচালক হিসেবেও তাঁর ‘বিরাজ বউ’ ছবিতে ছিল ভিন্ন মাত্রার নান্দনিকতা।

তিনি ঢাকার স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারুক ভাইয়ের  মৃত্যুতে শোকাহত শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের সকল  পর্যায়ের মানুষ। মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং তাঁকে বেহেশত নসীব করেন। জীবনে একুশে পদক পাওয়া হয়নি তার।

মরনের পর যদি মরণোত্তর একুশের মতো কোনো পুরস্কার তাঁকে স্পর্শ না করলেও তার প্রজন্মকে এবং জীবিত প্রজন্মকে উত্সাহিত করবে।

তবে ফারুক ভাই এর কন্যা (ফরিদা আক্তার সেতু)  সেতুকে অনুরোধ করব অভিমান ভুলে ফারুক ভাই এর একটা বায়োডাটা সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বরাবর বা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সাহেবের সুনজরে পাঠাবেন। বর্তমান সরকার শিল্পী বান্ধব। মানুষের জন্য ভালবাসা বিতরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সচেষ্ট।

লেখক: কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

ঢাকাটাইমস/২০এপ্রিল/এসকেএস