তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৩:১৭

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জানুয়ারি মাসের ২৫ তারিখে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ নয় হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৯ লাখ ছয় হাজার ৭৬১ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৭ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। দর কমেছে ৭৬টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৮২ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪৬৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৫ পয়েন্টে। সিএসআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৩ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :