মসজিদ এখন করোনা হাসপাতাল!

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৩:২৮

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতে। গত কয়েকদিনে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দেশটিতে। এমন অবস্থায় গুজরাজের সুরাটের ভাদোদরায় একটি মসজদিকে করোনা হাসপাতালে রুপান্তর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মসজিদটি রয়েছে ভাদোদরা’র জাহাঙ্গীরপুরায়। মসজিদ কমিটি উপাসনার স্থানকে ৫০ বেডের হাসপাতালে পরিণত করেছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হাসপাতালে শয্যা নেই। অক্সিজেন মিলছে না। পরিস্থিতি খুব খারাপ। তাই আমরা আমাদের মসজিদকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। রমজান মাসে আমরা মানুষের সাহায্যের জন্য এই পুণ্য কাজ করছি বলে আমরা মনে করি। এরচেয়ে ভালো এই সময়ে আর কী বা হতে পারে।’

গুজরাটে করোনা পরিস্থিতি খুবই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে দাবি করা হয়েছে। হাসপাতালগুলোতে বেডের অভাব দেখা দিয়েছে। সম্প্রতি রাজকোটের হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স সারি দিয়ে দাঁড়িয়ে থাকার চিত্র দেখা গিয়েছে।

ঢাকাটাইমস/২০এপ্রিল/একে