এফবিসিসিআইয়ের নির্বাচন বন্ধে রুল

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৫:১২ | আপডেট: ২০ এপ্রিল ২০২১, ১৫:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন প্রক্রিয়া বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একইসাথে গত ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচন প্রক্রিয়া চলমান রাখার অনুচ্ছেদটি কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী সানজিদ সিদ্দিকী আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এফবিসিসিআইয়ের জেনারেল বডির এক সদস্যর দায়ের করা রিটের শুনানি করে আদালত এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/এআইএম/কেআর)