বাগেরহাট সদর উপজেলা পরিষদের মাস্ক বিতরণ

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৫:২২

বাগেরহাট প্রতিনিধি, ঢঅকাটাইমস

করোনা সংক্রমণ রোধে কাপড়ের তৈরি চার হাজার মাস্ক বিতরণ করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, প্রেসক্লাবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের হাতে এই মাস্ক তুলে দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ ইউপি চেয়াম্যান ও সরকারি কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তাই সদর উপজেলা পরিষদের অর্থায়নে এই চার হাজার মাস্ক তৈরি করা সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা এই মাস্ক প্রশাসনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, প্রেসক্লাবসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে বিতরণ করেছি।’

ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল