শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৬:২১ | আপডেট: ২০ এপ্রিল ২০২১, ১৬:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আগামীকাল(বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্টে এবারই প্রথম জায়গা পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। আর প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান।

২১ সদস্যের দল থেকে বাদ পড়া ৬ ক্রিকেটার এখনই দেশে ফিরছেন না। দলের সঙ্গেই থাকবেন তাঁরা। তবে ম্যাচের সময় হোটেলে থাকতে হবে তাঁদের। প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল শুধু ড্রেসিং রুমে থাকবে।

বাংলাদেশ দল 

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বী এবং শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)