নিষেধাজ্ঞা উপেক্ষা করে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ঢল

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৭:১৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২১, ১৭:২৯

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে লাখো সনাতন ধর্মী পূণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলবার স্নান উপলক্ষে দুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, রিকশাভ্যান ও মোটরসাইকেলে করে হিন্দু ধর্মাবলম্বীরা চিলমারীতে পূণ্যস্নানে অংশ নিতে ভিড় জমান। ফলে হাজার হাজার নারী-পুরুষ স্বাস্থ্যবিধি না মেনে দল বেঁধে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে পূণ্যস্নানে অংশ নেন।

দেশব্যাপী লকডাউনের সময় নিষেধাজ্ঞা ভেঙে স্নান করতে আসার ব্যাপারে পূণ্যার্থীরা জানান, আমরা লকডাউন মানি না। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আমাদের পিতা-মাতার মঙ্গলের জন্য আমরা এখানে এসেছি।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ জানান, পূণ্যার্থীরা ভোরে বিচ্ছিন্নভাবে স্নানে যোগ দিয়েছেন খবর পেয়ে তাদের ফিরিয়ে দিতে পুলিশকে বলা হয়েছে। এছাড়াও ভোর থেকে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচারণা চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)