মাগুরায় ফেসবুকে জিহাদের ডাক, যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৮:১২

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরার মহম্মদপুরে নিজ ফেসবুক আইডির মাধ্যমে জিহাদের ডাক দেয়ার ঘটনায় শাহীন বিপ্লব (২১) নামে এক য্বুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির ছাত্র বিপ্লব ছাত্রদলের একজন সক্রিয়কর্মী। তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মহম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের পর নিজের ফেসবুক টাইমলাইনে ১৯ এপ্রিল রাত ৯টা ৪৯ মিনিটে গ্রেপ্তারের বিরোধিতা করে স্ট্যাটাস দেয় শাহীন বিপ্লব। সেখানে জেহাদের আহবান জানিয়ে তা প্রচার করেন শাহীন বিপ্লব। স্ট্যাটাসে সে উল্লেখ করা হয়েছে, আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করো নাই, হৃদয়ে আঘাত করেছ, আর ছাড় দেওয়া হবে না, এতো বড় দুঃসাহস তোমাদের কে দিয়েছে। স্ট্যাটাস থেকে দলমত নির্বিশেষে সবাইকে জিহাদে অংশ নেয়ার আহবান জানানো হয়। তার আহবানে সাড়া দিয়ে কয়েক হাজার উচ্ছৃঙ্খল লোকজন জমায়েত হতে থাকে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শাহীন বিপ্লব ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার করেছেন। এ জন্য তার বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে উপজেলার বড়রিয়া গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয় সেখান থেকে তাকে জেলহাজতে পাঠায় আদালত।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)