হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা

মানিকগঞ্জে প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৯:১৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং ফসলি জমি থেকে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম দুইজনকে ৩১ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি না মেনে এবং সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ঝিটকা বাজারের হাসি সুপার মার্কেটের আলিফা ক্লথ স্টোরের মালিক সাইফুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গালা ইউনিয়নের কালই এলাকায় ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :