রাণীনগরে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৯:৩৪

নওগাঁর রাণীনগর উপজেলার মেরিয়া গ্রামে পাকা রাস্তার পার্শ্বে একটি পুকুরে ভাসমান প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি নওগাঁর আত্রাই উপজেলার তারানগর বাউল্লাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। মঙ্গলবার সকালে শহিদুলের পরিবারের লোকজন লাশ শনাক্ত করে।

এদিকে সোমবার রাতেই অজ্ঞাতদের আসামি করে রাণীনগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সকালে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামে পাকা রাস্তার পার্শ্বে একটি পুকুরে ভাসমান হলুদ রঙের প্লাস্টিকের ড্রামে শুধু দুটি পা বের হওয়া অবস্থায় দেখে স্থানীয় লোকজন। এরপর খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ, নওগাঁ পিবিআই ও সিআইডি রাজশাহী ক্রাইমসিন টিমের কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরির্দশন শেষে দুপুর নাগাদ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। শহিদুলের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো এবং কোমড়ের রশি বাঁধা ছিল। এছাড়া ড্রামের মুখ তুলা দিয়ে ভড়ানো ছিল। এ ঘটনায় সোমবার রাতেই ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল আজিজ অজ্ঞাতদের আসামি করে রাণীনগর থানায় হত্যা মামলা করেন। মঙ্গলবার সকালে শহিদুলের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।

ওসি শাহিন আকন্দ আরো বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে শনিবার দিন শহিদুল বাড়ি থেকে বের হয়। এর পর আর বাড়িতে ফিরে যায়নি। তবে শহিদুলকে কারা কেন হত্যা করেছে এসব বিষয় নিয়ে জোরালো তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :