১৬ লাখ ৭৮ হাজার মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ২২:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২১, ২৩:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ফেব্রয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষের টিকার দুই ডোজের ‘কোর্স’ সম্পন্ন হয়েছে, যা প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের প্রায় এক তৃতীয়াংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার একদিনেই দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। এর মধ্য দিয়ে  ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয় হয়েছে। 

আর এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন।

দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও দেয়া হচ্ছে; তবে এ সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।
এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।

বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। এই টিকার দুটি ডোজ নিতে হয়।

প্রথম কয়েকদিন পরীক্ষামূলক দেয়ার পর দেশজুড়ে প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। এই টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ ৮ এপ্রিল সকালে শুরু হয়। 


এদিকে, কোভিড-১৯ এর টিকা দেয়া নিয়ে বিভিন্ন খবরের মধ্যে সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক দাবি করেন, টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনাভাইরাসে কেউ কেউ আক্রান্ত হলেও তাদের মধ্যে সংক্রমণের তীব্রতা কম থাকে। শ্বাস কষ্টেও কম ভুগেন।

সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে সাত সদস্যের গবেষক দল গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে প্রথম ডোজের টিকাগ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ গবেষণা চালিয়ে এ প্রমাণ পান।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/ ইএস)