‘তাদের ঘৃণ্য তৎপরতার নিন্দা জানাই’

প্রকাশ | ২১ এপ্রিল ২০২১, ২১:২১

শেখ মো. মামুনুর রশীদ

আমি শেখ মো. মামুনুর রশীদ। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আসাদুজ্জামান। আমার পিতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। করোনাকালে সরকারের নির্দেশ পালন করার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে গত কয়েক দিন ধরে একটি কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গল্প প্রকাশ করে যাচ্ছে। স্রেফ ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে ন্যূনতম তথ্য-প্রমাণ ছাড়াই ডিজিটাল প্লাটফর্মে এ ধরনের গুজব ছড়ানো কঠোর শাস্তিযোগ্য অপরাধ।
কেউ কেউ ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে এই গর্হিত অপরাধ করেছে এবং আমার ব্যক্তিগত মানহানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এবং আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার চললেও এর জবাব আমি দিতে পারি না।
তবে এই মহামারির সময়ে এবং পবিত্র রমজান মাসে কিছু মানুষের ঘৃণ্য তৎপরতার নিন্দা জানাই। তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আসুন এসব অপতৎপরতা বন্ধ করে জাতির এই দুঃসময়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই।
লেখক: ম্যাজিস্ট্রেট