পাঞ্জাবকে হারিয়ে হায়দরাবাদের প্রথম জয়

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১০:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) হারের বৃত্ত থেকে বের হতেই পারছি না সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম তিন ম্যাচের সবকটিতেই হেরেছে অরেঞ্জ আর্মিরা। তবে ইতোমধ্যেই জয়ের দেখা পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা। নিজেদের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নাররা।

এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২০ রানেই অলআউট হয় পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ১৮.৪ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ব্যর্থ লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। রাহুল ফিরে যান ৪ রানে। ২২ রান করে আউট হন মায়াঙ্ক। এরপর পঞ্জাবের কেউই আর দাঁড়াতে পারেননি। বাঁ-হাতি বোলার খলিল আহমেদের সামনে পাঞ্জাবের সব ব্যাটসম্যানকে নড়বড়ে লেগেছে। একমাত্র লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন শাহরুখ খান। তাঁর ২২ রানের সৌজন্যেই একশোর গন্ডি পেরোয় দল।

মাত্র ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের উইকেটটি হারাতে হয়েছে হায়দরাবাদকে। ৩৭ বলে ৩৭ রান করেছিলেন ওয়ার্নার। এরপর এবারের আইপিএলে প্রথম খেলতে নামা কেন উইলিয়ামসনকে নিয়ে সানরাইজার্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

৫৬ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর ১৬ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। মোট তিন ব্যাটসম্যানেই জয়ের বন্দরে নোঙ্গর ফেললো সানরাইজার্স হায়দরাবাদ।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়েছে হায়দরাবাদ। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ওয়ার্নাররা। সমান পয়েন্ট নিয়েই পাঞ্জাব রয়েছে তলানিতে। আর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। চেন্নাইয়ের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

(ঢাকাটাইমস/২২ এপ্রিল/এমএম)