তৃতীয় সন্তান হলেই জেল-জরিমানা: কঙ্গনা

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১০:২২

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ২০১৮ সালের আদমশুমারি অনুযায়ী, দেশটির বর্তমান জনসংখ্যা ১৩৫ কোটির বেশি। প্রতি বছর আশঙ্কাজনক হারে বাড়ছে জনসংখ্যা। কিন্তু এই সংখ্যা আর বাড়তে দিতে চান না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দেশের জনসংখ্যা বৃদ্ধিতে রাশ টানতে কঠোর আইনের দাবিতে সরব হলেন ‘কুইন’ খ্যাত এই নায়িকা।  

টুইটারে কঙ্গনা দাবি করেছেন, ‘বর্তমানের এই সংকটময় পরিস্থিতিতে কারও তিনটি সন্তান হলেই জরিমানা বা হাজতবাসের মতো শাস্তি হওয়া দরকার।’

অভিনেত্রীর এই মন্তব্যের পরই উত্তাল হয়ে ওঠেছে নেটদুনিয়া। কঙ্গনা টুইটটি করা মাত্রই পাল্টা টুইট করেন কমেডিয়ান স্যালোনি গউর। তিনি কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডেল ও ভাই অক্ষতর একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। কঙ্গনাকে এটা মনে করিয়ে দেয়ার জন্য যে, তারাও তিন ভাইবোন। এর পরই বিতর্ক গড়ায় টুইট যুদ্ধে।

পাল্টা টুইট করে কঙ্গনা লেখেন, ‘বোকার মতো কথা বলো না। আমার দাদুর বাবার ৮ সন্তান ছিল। কিন্তু সেই সময়কালে অনেকেই মারা যায়। সময়ের সঙ্গে বদলাতে হয়। চিনের মতো অবিলম্বে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও জোর দেয়া উচিত।’

ফলো আপ টুইটে কঙ্গনা আবারও স্যালোনিকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই সমস্যাগুলো বুঝলে জীবনে ভালো কাজ করবে। অপরের সাফল্যের মজা না উড়িয়ে সমস্যাগুলোর দিকে নজর দাও।’

এর আগে ভারতের করোনা সংক্রমণ নিয়ে টুইটে উদ্বেগ প্রকাশ করেন কঙ্গনা। সেই ধারাবহিকতায় এবার জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি তুললেন অভিনেত্রী। সেবার টুইটে তিনি লেখেন, ‘দেশে ১৩০ কোটি জনসংখ্যা মাত্রাতিরিক্ত। তার উপর ২৫ কোটি অনুপ্রবেশকারী। তা সত্ত্বেও বিশ্বে টিকাকরণে দিশা দেখিয়েছে ভারত। তবে আমাদেরও দায়িত্ব নেয়া উচিত।’

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ