সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ১২:৫৫

দেশের প্রধানপুঁজিবাজারে সূচকের উত্থানে মাধ্যমে লেনদেন শেষ হলো সপ্তাহ । এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৮৮৩ কোটি টাকা ।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৮৮৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৯৫ টাকা। যা আগের দিনের তুলনায় তিন কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির। দর কমেছে ৮৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৮৭ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৪৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪৯৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৮ পয়েন্টে। সিএসআই কিছুটা কমে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :