সচেতন থাকুন তরুণ ও শিশু সন্তানের ব্যাপারেও

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১৩:১৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২১, ১৪:১০

তারানা হালিম

অনুরোধ-অনুগ্রহ করে সূত্র জিজ্ঞেস করবেন না, গুজব ছড়াচ্ছি ভাববেন না। সত্য লিখছি। যারা ভাবছেন -তরুণ ও শিশুদের মাস্ক বা কোভিড থেকে রক্ষার জন্য কিছু করার দরকার নেই, কারণ ওদের কোভিড হয় না। এটি ভুল।

হাসপাতালের কোভিড ইউনিটে আছে আক্রান্ত ২৪/২৫ বছরের তরুণ। আছে আক্রান্ত ৭/৮ বছরের শিশুও। কাজেই শুধু মাঝবয়সী বা বয়স্ক নয়, সচেতন থাকুন তরুণ ও শিশু সন্তানের ব্যাপারেও। এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়।

এদেশের সকলের জন্য এই পোস্ট। যারা জানতেন ,তারাতো জানেনই। কিন্তু অনেককে বলতে শুনেছি বাচ্চাদের কিছু হয় না। তাদের জানানোটা দায়িত্ব বলে মনে করি। আল্লাহ-জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবাইকে সুস্থ রাখুন। আমিন।

লেখক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

ঢাকাটাইমস/২২এপ্রিল/এসকেএস