বাপ্পার সুরে সিনেমার গানে কনা

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১৩:৪৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বাপ্পা মজুমদার দেশের একজন নামকরা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। তার সুর ও সংগীতায়োজনে একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গানটির শিরোনাম ‘নিভিয়ে দিওনা আলো’। এর কথা লিখেছেন শাহান কবন্ধ।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’ অবলম্বনে একই নামে নির্মিত সিনেমায় গানটি ব্যবহার করা হবে। পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

নতুন এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী কনা জানালেন, ‘এমন একটি ইতিহাসভিত্তিক সিনেমায় গান করতে পেরে খুব ভালো লাগছে। এই সুযোগটা পাওয়া আমার জন্য গৌরবের।’

বাপ্পা মজুমদার বলেন, ‘এই গানে আমরা প্রীতিলতার আত্মাহুতির আবেগময় দৃশ্য দেখতে পাব। চিত্রনাট্য অনুযায়ী এ গানটির মধ্য দিয়েই সমাপ্তি টানতে চেয়েছেন পরিচালক প্রদীপ ঘোষ। গানের কথাগুলো সময়কে ধারণ করতে পেরেছে বলে আমি মনে করি।’

পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘বৃটিশ শাসন আমলে সংগঠিত চট্টগ্রামের যুববিদ্রোহ পুরো ভারতকে নাড়া দিয়েছিল। সে সব উঠে আসবে এই ছবিতে। চলচ্চিত্রটি যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায় সে জন্য সবাই যার যার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছেন।’

ঢাকাটাইমস/২২এপ্রিল/এএইচ