আমানুল্লাহ কলেজে এনায়েত করিমকে বহাল রাখার আদেশ

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ১৪:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পিরোজপুরের ভান্ডারিয়ার আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমকে বহাল রেখে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন খান মোহাম্মাদ শামীম আজিজ। অপরদিকে ছিলেন আইনজীবী মুহাম্মাদ হোসাইন। 

পরে আদালত থেকে বেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী খান মোহাম্মাদ শামীম আজিজ ঢাকা টাইমসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ দেয়ার ক্ষমতা ভিসির। ভিসি এ পদে নিয়োগ দিতে এবং নিয়োগ প্রত্যাহারেরও ক্ষমতা রাখেন। সে হিসেবে ২০১৯ সালের ২ অক্টোবর আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. আব্দুল খালেক হাওলাদারকে নিয়োগ দেয়া হয়। পরবর্তিতে হাওলাদারের নিয়োগ প্রত্যাহার করে ২০২০ সালের ১৪ অক্টোবর ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিয়োগ দেয়া হয় খান এনায়েত করিমকে।

এ ঘটনায় নিজের পদ ফেরত চেয়ে রিট করেন আব্দুল খালেক হাওলাদার। শুনানি শেষে ২০২০ সালের ৮ নভেম্বর হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেয়া সিদ্ধান্ত স্থগিত করেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন প্রতিষ্ঠানটির পূর্বের সভাপতি হাওয়লাদার। শুনানী শেষে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেন আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে পিরোজপুরের ভান্ডারিয়া আমানুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক মনোনীত মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমই বহাল থাকবেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এআইএম/কেআর)