রাজশাহীতে লকডাউনেও খুলেছে দোকান

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:০২ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ১৬:৪৫

সর্বাত্মক লোকডাউনের মধ্যেই বৃহস্পতিবার রাজশাহী নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলেছেন। এর আগে সকালে দোকান খুলে দেয়ার দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিলেও তারা আন্দোলনে না গিয়ে দোকান খুলতে শুরু করেন।

অন্যদিকে ব্যবসায়ী নেতারা সকালে জেলা প্রশাসক আবদুল জলিলের সাথে দেখা করে দোকান খোলার অনুমতি চান। জেলা প্রশাসক তাদের আগামী ২৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তারপরও ব্যবসায়ীরা দোকান খোলেন। দুপুর আড়াইটার দিকেও আরডিএ মার্কেট ও কাপড়পট্টির অনেক দোকান খেলা দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে তাদের দোকানপাট বন্ধ। রমজান মাসের এই সময়টা তাদের ব্যবসার মৌসুম। এই মাসে ব্যবসা করে তারা সারাবছর সংসার চালান। ঈদেরও আর বেশি দিন নেই। তাই এই সময়ে ব্যবসা করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা।

এ দিন অল্প কিছু ক্রেতাকেও মার্কেটে ঘুরতেও দেখা যায়। কাপড়ের দোকান থেকে শুরু করে অন্যান্য দোকানও খোলা ছিল। রাজশাহী আরডিএ মার্কেট এলাকা ও তার আশেপাশের মার্কেট ও ফুটপাতের দোকনগুলো খুলে দেন ব্যবসায়ীরা।

রাজশাহী সাহেব-বাজার আরডিএ মার্কেটের বিসমিল্লাহ দোকানের এক কর্মচারী নাম না প্রকাশ করে জানান, মাহাজন আজকে ডেকেছে। আমরা দোকান খুলেছি। আমাদের চলতে হয় মহাজনের সাথে। তাই দোকান খুলতে হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।

ঐশী কালেকশনের মালিক ইয়াসিন আলী বলেন, ক্রেতা শূন্য বাজার। লকডাউনেও আমাদের ঋণ নিচ্ছে ব্যাংক। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে তাই দোকান খুলেছি।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক অব্দুল জলিল বলেন, রাজশাহী আরডিএ মার্কেট সকালে ব্যবসায়ীরা খুলে দেয়। এরপর তাদের নেতাদের নিয়ে আমার মিটিং হয়। তারা আমার সাথে কথা দেয় আগামী ২৮ তারিখ পর্যন্ত তারা দোকান বন্ধ রাখবে। সরকারি বিধি-নিষেধ মেনে চলবে। আমার কোন ম্যাজিস্ট্রেট নিয়োগ করছি না। আজকে তারা নিজেরাই বন্ধ করে দেবে। শুক্রবার থেকে মার্কেট কেউ খুলবে না।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :