কাঁথায় রক্তের দাগ, লাশ পুকুরে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২১:০৩

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর এনামুল হক দরবেশ (৬২) নামে এক ব্যাক্তি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরের কাদা মাটিতে পুঁতে রাখা পুলিশ এ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারের হাতে খুন হয়েছেন এনামুল হক।

নিহত এনামুল হক দরবেশ নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা মিয়াজি বাড়ির মৃত শামসুল হকের ছেলে। তার ছয় সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এনামুল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের স্ত্রী পুকুরে পানি আনতে গিয়ে পায়ে কিছু লাগলে কাঁদামাটি তুলে দেখে এনামুলের লাশ। পরে পুলিশ খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রে আঘাত, পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। টিনসেডের ঘরের মাটির ফ্লোর অর্ধেক মাটি দিয়ে লেপে রাখে ঘরের বিভিন্ন দরজায় ও কাঁথার মধ্যেও রক্তের দাগ রয়েছে। ঘরের সামনে আঙ্গিনায় মাটিতে রক্তের দাগের উপর সিএনজিচালিত অটোরিকশা দাড় করিয়ে রাখা এসকল আলামতেরভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ছেলে সুমন, পুত্রবধূ ও স্ত্রী মিলে এনামুলকে হত্যার পর লাশ পুকুরে গুম করে রাখে। নিহত এনামুল হক কৃষি কাজের পাশাপাশি মাইজভান্ডারের ভক্ত ছিলেন।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা হবে তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন, কুমিল্লা পিবিআই, সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :