বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ২১:০৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন শৃঙ্খলাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর চাটখিলে আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রামনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল করিম পাটোয়ারী মিন্টু রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা মিন্টু গত কয়েক দিন ধরে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কটূক্তি এবং বিষোদগারমূলক পোস্ট দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুবরাজকে অবগত করেন।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ছাত্রলীগ নেতা জুবরাজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মিন্টুর বিরুদ্ধে একটি মামলা করেছেন। দুপুরে মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)