ভিপি নুরের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল আইনে মামলা

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ২১:২৯

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গনি। বৃহস্পতিবার সোহেল গনি ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা করেন।

মামলার আবেদনে বলা হয়, ভিপি নুরুল হক নুর গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। নুর বলেন, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। তাদের কোনো ঈমান নেই।

ভিপি নুরের বক্তব্যে  মর্মাহত ও মনে আঘাত প্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২২)/২৫(২)/২৮(২)/২৯(২)/৩১(২) ধারায় মামলাটি করেন সোহেল গনি।

গনি বলেন, নুর মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিভিন্ন শ্রেণি-পেশা সম্প্রাদয়ের মধ্যে শত্রুতা, আইন-শৃঙ্খলা অবমাননা, ঘৃণা, বিক্ষোভ সৃষ্টিকারী ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করেছেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)