৩৮৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১, ২২:০২

দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যাবের এক সাঁড়াশি অভিযানে ৩৮৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো. ফারুক আহমেদ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুর র‌্যাব-১৩।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারিবারি জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়ার মো. কাজেম আলীর ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ভোরে নবাবগঞ্জ উপজেলার ইটাকুর গ্রামের দিঘীপাড়ায় ইটাকুর টু দাউদপুর রাস্তার উপরে সাবেক জাহাঙ্গীর মেম্বারের বাড়ির পার্শ্বে পাকা রাস্তা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে র‌্যাবের একটি চৌকশ দল সেখানে অভিযান চালায়। পরে সে অভিযানে ৩৮৩ বোতল ফেনসিডিলসহ মো. ফারুক আহমেদকে আটক করা হয়।

আবদুল্লাহ আল মামুন আরো জানান, আটক মাদক কারবারি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার সাথে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :