মাদারীপুরে স্বামী-স্ত্রী খুন: প্রধান পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ২২:১৩

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরে কালকিনিতে আলোচিত স্বামী-স্ত্রী খুনের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী আশরাফুল মোল্লাকে (৩৯) গ্রেপ্তার করেছে পিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের সদর উপজেলার শৈলপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জ জেলার একটি টিম। পরে তাকে নড়াইল সদর থানায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার আশরাফুল নড়াইল সদর উপজেলার মধ্যপল্লী এলাকার আকবর মোল্লার ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার এসআই শেখ আল-আমিন জানান, গত ৪ এপ্রিল নিখোঁজ হন মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মাকসুদা বেগম। পরে পরিবারের পক্ষ থেকে ৫ এপ্রিল কালকিনি থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা করা হয়। নিখোঁজের চার দিন পর গত ৯ এপ্রিল রাজারচরের শুকিয়ে যাওয়া একটি খালের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মামলাটির দায়িত্ব দেয়া হয় পিবিআই। তথ্য প্রযুক্তির সহয়তায় ঘটনার ১৩ দিন পর নড়াইল থেকে এই ঘটনার প্রধান পরিকল্পনাকারী আশরাফুলকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় নিহত স্বামী-স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পিবিআই ধারণা করছে, সম্প্রতি কৃষি কাজ করতে অপরিচিত কয়েকজন যুবক ওই এলাকায় আসে। পরে মোয়াজ্জেমের ঘরে অবস্থান নেয় তারা। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ওই অপরিচিত যুবকদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পিবিআই।

প্রসঙ্গত, নিহত মোয়াজ্জেম ও মাকসুদার এক ছেলে ও ৫ মেয়ে রয়েছে। নিহতরা ২০২০ সালে ওই এলাকায় ঘটে যাওয়া জিয়াবুল মোল্লা হত্যা মামলার সাক্ষী ছিলেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)