রাঙ্গুনিয়ায় কাঁদামাটির গর্তে হাতি শাবকের মৃত্যু

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ২৩:০১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগান সংলগ্ন পাহাড়ের নিচে কাদামাটির গর্তে পড়ে ১০ মাস বয়সী একটি হাতি শাবকের মৃত্যু হয়েছে। প্রায় ২০টির মতো বন্যহাতির দলের সঙ্গে পুরুষ হাতি শাবকটি দলছুট হয়ে লটকোদালা মৌজার পাহাড় এলাকার নুর হোসেনের ঘোনায় কাদামাটির গর্তে পড়ে যায়।

বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে গর্তে আটকে পড়া শাবকটিকে তুলতে বন্যহাতির দলটি রাতভর চেষ্টা করেও ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাতি শাবকটির মৃত্যু হয় বলে জানিয়েছেন বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির। পরে খবর পেয়ে বনবিভাগ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি গিয়ে হাতি শাবকটিকে মাটি চাপা দেন।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, উপজেলা ভেটেরেনারি চিকিৎসক ডা. হারুনুর রশিদের উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা হাতি শাবকটিকে বৃহস্পতিবার বিকালে মাঠিচাপা দেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)